রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শেরপুরে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুই খুন 

শেরপুর প্রতিনিধি 

শেরপুরে পৃথক ঘটনায় গৃহবধূসহ দুই খুন 

শেরপুরে পৃথক দুটি ঘটনায় গৃহবধূসহ দুইজন খুন হয়েছে। গত শনিবার সদরে আলাদা দুটি ঘটনা ঘটে। শেরপুর সদরের চরভাবনা গ্রামে পারিবারিক কলহের কারণে সাইফুল ইসলাম মাস্টারের ছেলে আনিসুর রহমান হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে খুন করে। পরে পুলিশ আসমা আক্তারের মরদেহ উদ্ধার করে। একইসাথে ঘাতক স্বামী আনিসুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শনিবার সকালে আনিসুর রহমানের প্রথম স্ত্রীর দিকে ৪ কন্যা সন্তান রয়েছে। ওই প্রথম স্ত্রী পারিবারিক কলহের কারণে কিশোরগঞ্জের বাপের বাড়িতে থাকে।

এদিকে, শনিবার শেরপুর সদরের ভীমগঞ্জে একটি ধানক্ষেত থেকে উজ্জ্বল হোসেন (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা উজ্জ্বলকে খুন করে তার অটোরিকশা নিয়ে গেছে।

নিহত উজ্জ্বল হোসেন সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়ার হলু মিয়ার ছেলে। সে গত ২৮ এপ্রিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। গত শনিবার তার মরদেহ ভীমগঞ্জের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান জানান, আলাদা দুটি ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী আনিসুর রহমানকে আটক করা হয়েছে। অটোচালক হত্যার ঘটনায় খুনিদের আমরা আটকের চেষ্টা করছি।

টিএইচ